Boka Mon Lyrics - Nur Nobi | Bangla New Song 2020

Boka Mon Lyrics - Nur Nobi 

Boka Mon Lyrics Bangla New Song. Boka Mon Lyrics Song Sung By Nur Nobu, Boka Mon Lyrics & Tune- Nur Nobi. Boka Mon Bangla Lyrics.

Singer : Nur Nobi 

Lyrics,Tune & Music : Nur Nobi

Boka Mon Lyrics - Nur Nobi | Bangla New Song 2020

 আমি নিজের থেইকা বেশি

আমি তরে ভালোবাসি 

আমার মনের আকাশেতে

তুই তারা রে ভিনদেশী 


 আমি নিজের থেইকা বেশি

আমি তরে ভালোবাসি 

আমার মনের আকাশেতে

তুই তারা রে ভিনদেশী 


এই অন্তর পুইরা যায়

তুই দূরে গেলে হায়

এই মনটা সারাক্ষন

শুধু তোঁর নাম গায়


আমি কেমনে বোকা মনরে বোঝাই

মন মানে না তুই ছাড়া 

আমার মনের পাখি উইরা বেড়ায় 

খোঁজে শুধু তুই ছাড়া

আমি কেমনে বোকা মনরে বোঝাই

মন বোঝে না তুই ছাড়া 

আমার মনের পাখি উইরা বেড়ায় 

খোঁজে শুধু তুই ছাড়া


কেনো হঠাথ ভাবি

তুই নাইরে পাশে

কেনো ওরে না তোঁর খোলা চুল বাতাসে


আমি আবার হাসি 

ভেবে মিথ্যে সবই

আমি রোজই ঘুমাই একে তোরই ছবি


আমি কল্পনাতে তোঁর হাতটা ধরি

বুকে রেখে মাথা তোর খুব আদর করি 

এই অন্তর পুইরা যায়

তুই দূরে গেলে হায়

এই মনটা সারাক্ষন

শুধু তোঁর নাম গায়


আমি কেমনে বোকা মনরে বোঝাই

মন মানে না তুই ছাড়া 

আমার মনের পাখি উইরা বেড়ায় 

খোঁজে শুধু তুই ছাড়া

আমি কেমনে বোকা মনরে বোঝাই

মন বোঝে না তুই ছাড়া 

আমার মনের পাখি উইরা বেড়ায় 

খোঁজে শুধু তুই ছাড়া




    
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url